আপনার যদি মোবাইল রিচার্জ এর দোকান থাকে তাহলে এই
সার্ভিসটি আপনার জন্য। সাধারনত ব্যস্ততম রিচাজ দোকানে দুই/তিন
জন্য আপারেটর গ্রাহকের মোবাইল রিচাজ করেন। এক্ষেত্রে গ্রাহকের
ভিড় থাকলে সময় বেশী লাগে এবং একসাথে অনেক গ্রাহক আসলে
হিমশিম খেতে হয়।
আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরী করেছি Digital Mobile Recharge System
এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে গ্রাহকের
মোবাইলে ব্যালেব্স লোড দিতে পারবেন।
একটি কম্পিউটার এর সাথে আপনার SIM গুলো লাগানো থাকবে।
এর জন্য গ্রাহকের জন্য শুধুমাত্র
Mobile Number এবং Recharge Amount
দিলে রিচার্জ হয়ে যাবে।
এক্ষে তে কোন প্রকার Pin দিতে হয় না